গণনাপুস্তক 33:10-37 পবিত্র বাইবেল (SBCL)

10. পরে তারা এলীম ছেড়ে সুয়েজ উপসাগরের ধারে গিয়ে ছাউনি ফেলেছিল।

11. তারপর তারা সুয়েজ উপসাগরের কাছ থেকে গিয়ে সিন মরু-এলাকাতে ছাউনি ফেলেছিল।

12. সিন মরু-এলাকা ছেড়ে তারা দপ্‌কাতে গিয়ে ছাউনি ফেলেছিল।

13. দপ্‌কা ছেড়ে তারা আলূশে গিয়ে ছাউনি ফেলেছিল।

14. আলূশ ছেড়ে তারা রফীদীমে গিয়ে ছাউনি ফেলেছিল। এখানে লোকদের জন্য কোন খাবার জল ছিল না।

15-35. রফীদীম ছেড়ে তারা সিনাই মরু-এলাকায় গিয়ে ছাউনি ফেলেছিল। এর পরে তারা পর পর যে সব জায়গায় গিয়ে ছাউনি ফেলেছিল তা হল কিব্রোৎ-হত্তাবা, হৎসেরোৎ, রিৎমা, রিম্মোণ-পেরস, লিব্‌না, রিস্‌সা, কহেলাথা, শেফর পাহাড়, হরাদা, মখেলোৎ, তহৎ, তেরহ, মিৎকা, হশ্‌মোনা, মোষেরোৎ, বনে-যাকন, হোর্‌-হগিদ্‌গদ, যট্‌বাথা, অব্রোণা এবং ইৎসিয়োন-গেবর।

36. এর পর তারা সীন মরু-এলাকার মধ্যে কাদেশে গিয়ে ছাউনি ফেলেছিল।

37. কাদেশ ছেড়ে তারা ইদোমের সীমানার কাছে হোর পাহাড়ে গিয়ে ছাউনি ফেলেছিল।

গণনাপুস্তক 33