গণনাপুস্তক 26:13-19-20 পবিত্র বাইবেল (SBCL)

13. সেরহ থেকে সেরহীয় বংশ এবং শৌল থেকে শৌলীয় বংশ।

14. এগুলো শিমিয়োন-গোষ্ঠীর বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল বাইশ হাজার দু’শো।

15. গাদের বংশধর: এরা হল সিফোন থেকে সিফোনীয় বংশ, হগি থেকে হগীয় বংশ, শূনি থেকে শূনীয় বংশ,

16. ওষ্ণি থেকে ওষ্ণীয় বংশ, এরি থেকে এরীয় বংশ,

17. আরোদ থেকে আরোদীয় বংশ এবং অরেলি থেকে অরেলীয় বংশ।

18. এগুলো গাদ-গোষ্ঠীর লোকদের বিভিন্ন বংশ। এদের মধ্য থেকে গণনা করা লোকদের সংখ্যা হল চল্লিশ হাজার পাঁচশো।

19-20. যিহূদার বংশধর: এরা হল শেলা থেকে শেলায়ীয় বংশ, পেরস থেকে পেরসীয় বংশ এবং সেরহ থেকে সেরহীয় বংশ। যিহূদার আরও দুই ছেলের নাম ছিল এর ও ওনন। এরা আগেই কনান দেশে মারা গিয়েছিল।

গণনাপুস্তক 26