গণনাপুস্তক 21:27-31 পবিত্র বাইবেল (SBCL)

27. এইজন্যই কবিরা বলেছেন:“তোমরা হিষ্‌বোনে এসে শহরটাআবার গড়ে তোলো।সীহোনের শহরটা আবারগড়ে তোলা হোক।

28. সীহোনের শহর হিষ্‌বোন থেকেআগুন বেরিয়ে এসেমোয়াব দেশের আর্‌ শহরটা পুড়িয়ে দিলআর অর্ণোন নদীর কাছের উঁচু জায়গারবাসিন্দাদের পুড়িয়ে দিল।

29. হায় মোয়াব!হে কমোশ দেবতার লোকেরা,তোমরা ধ্বংস হয়ে গেছ।কমোশের ছেলেরা পালিয়ে গিয়েছেআর মেয়েরা ইমোরীয়দের রাজা সীহোনেরবন্দিনী হয়েছে।

30. কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি।দীবোন পর্যন্ত হিষ্‌বোন ধ্বংস হয়ে গেছে।মেদবা পর্যন্ত চলে গেছে যে নোফঃসেই জায়গা পর্যন্ত আমরা ধ্বংস করেছি।”

31. এর পর ইস্রায়েলীয়েরা ইমোরীয়দের দেশে বাস করতে লাগল।

গণনাপুস্তক 21