গণনাপুস্তক 2:20-23 পবিত্র বাইবেল (SBCL)

ইফ্রয়িম-গোষ্ঠীর এক পাশে মনঃশি-গোষ্ঠী এবং অন্য পাশে বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। মনঃশি-গোষ্ঠীর নেতা হল পদাহসূরের ছেলে গমলীয়েল, আর তার লোকসংখ্যা হল বত্রিশ হাজার দু’শো। বিন্যামীন-গোষ্ঠীর নেতা হল গিদিয়োনির ছেলে অবীদান আর তার লোকসংখ্যা হল পয়ত্রিশ হাজার চারশো।

গণনাপুস্তক 2

গণনাপুস্তক 2:1-33