গণনাপুস্তক 15:7-17-19 পবিত্র বাইবেল (SBCL)

10. এর সংগে ঢালন-উৎসর্গের জন্য পৌনে দুই লিটার আংগুর-রসও আনতে হবে। এটা একটা আগুনে-করা উৎসর্গ যার গন্ধে আমি খুশী হই।

11. “প্রত্যেকটা ষাঁড় কিম্বা ভেড়া, প্রত্যেকটা বাচ্চা-ভেড়া কিম্বা পাঁঠা এইভাবে উৎসর্গ করতে হবে।

12. তোমরা যত পশুই উৎসর্গ কর না কেন প্রত্যেকটা পশু এই নিয়মে উৎসর্গ করতে হবে।

13. সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য আগুনে-করা উৎসর্গ করবার সময় প্রত্যেক ইস্রায়েলীয়কে এই নিয়মে উৎসর্গ করতে হবে।

14. অন্য জাতির কোন লোক কিম্বা তোমাদের মধ্যে বাস করা অন্য কেউ যদি সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করে তবে তাকে ঠিক তোমাদের মতই সমস্ত কিছু করতে হবে। বংশের পর বংশ ধরে এই নিয়ম চলবে।

15. তোমাদের সমাজে সকলের জন্য একই নিয়ম চালু থাকবে- সে তোমরাই হও কিম্বা তোমাদের মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকই হোক। বংশের পর বংশ ধরে তা হবে একটা স্থায়ী নিয়ম। এই ব্যাপারে আমার কাছে তোমরাও যা ভিন্ন জাতির লোকেরাও তা।

16. তোমাদের জন্য এবং তোমাদের মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকদের জন্য একই নির্দেশ ও একই আইন-কানুন চলবে।”

গণনাপুস্তক 15