গণনাপুস্তক 15:1-5-9 পবিত্র বাইবেল (SBCL)

1-5. সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই কথা বলতে বললেন, “যে দেশটা আমি তোমাদের নিজের দেশ হিসাবে দিচ্ছি সেখানে যাবার পরে আমাকে খুশী করবার গন্ধের জন্য তোমরা পাল থেকে গরু, ভেড়া বা ছাগল নিয়ে এসে আমার উদ্দেশে আগুনে-করা উৎসর্গ করবে। উৎসর্গের প্রত্যেকটি পশুর সংগে থাকবে শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ- সেটা পোড়ানো-উৎসর্গই হোক, কিম্বা বিশেষ মানত পূরণের উৎসর্গই হোক, কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গই হোক, কিম্বা কোন পর্বের উৎসর্গই হোক। উৎসর্গের পশুটা বাচ্চা-ভেড়া হলে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে এক কেজি আটশো গ্রাম আর তেলের পরিমাণ হবে প্রায় এক লিটার। ঢালন-উৎসর্গের জন্য আনতে হবে প্রায় এক লিটার আংগুর-রস।

6. পশুটা ভেড়া হলে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে তিন কেজি ছ’শো গ্রাম আর তেলের পরিমাণ হবে সোয়া লিটার।

7. ঢালন-উৎসর্গের জন্য আনতে হবে সোয়া লিটার আংগুর-রস। তারপর সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য তা সদাপ্রভুর কাছে উৎসর্গ করতে হবে।

8. যদি তোমরা পোড়ানো-উৎসর্গ কিম্বা বিশেষ মানত পূরণের উৎসর্গ কিম্বা যোগাযোগ-উৎসর্গের জন্য আমার কাছে কোন গরু নিয়ে আস,

9. তবে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে পাঁচ কেজি চারশো গ্রাম আর তেলের পরিমাণ হবে পৌনে দুই লিটার।

17-19. এর পর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “আমি তোমাদের যে দেশে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে যখন তোমরা দেশের ফসল ভোগ করবে তখন সেই ফসলের একটা অংশ তোমরা আমার কাছে উৎসর্গ করবে।

22-24. “যদি কোন ভুলের দরুন তোমরা সবাই মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর এই সব আদেশের কোনটা পালন না কর এবং সেই আদেশ দেওয়ার দিন থেকে শুরু করে যদি বংশের পর বংশ ধরে সেই ভুল তোমাদের হতেই থাকে আর সেই ভুল যদি সকলের অজানা থেকে যায়, তবে তা জানবার পরে সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য গোটা ইস্রায়েল জাতিকে একটা ষাঁড় দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। সেই সংগে তার নিয়মিত শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ করতে হবে আর পাপ-উৎসর্গ হিসাবে একটা পাঁঠাও উৎসর্গ করতে হবে।

37-38. তারপর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “তোমরা তোমাদের গায়ের চাদরের কোণায় থোপ্‌না লাগাবে এবং প্রত্যেকটা থোপ্‌না নীল সুতা দিয়ে কাপড়ের সংগে বেঁধে দেবে। এটা তোমাদের বংশের পর বংশ ধরে করতে হবে।

গণনাপুস্তক 15