উপদেশক 8:1-2 পবিত্র বাইবেল (SBCL)

1. কে জ্ঞানী লোকের মত?যা ঘটে কে তার অর্থ বুঝতে পারে?জ্ঞান মানুষের মুখ উজ্জ্বল করেএবং তার মুখের কঠিনতা পরিবর্তন করতে পারে।

2. আমার উপদেশ এই যে, তুমি রাজার আদেশ পালন কর, কারণ ঈশ্বরের সামনে তুমি সেই শপথই করেছ।

16-17. জ্ঞান পাবার জন্য এবং পৃথিবীতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম তখন দেখলাম, একজন মানুষের চোখ যদি দিনে-রাতে বন্ধ না-ও হয় তবুও সূর্যের নীচে ঈশ্বর যা করেছেন তা সে সম্পূর্ণ বুঝতে পারে না। মানুষ তা খুঁজে বের করবার জন্য সব রকমে চেষ্টা করলেও তা বের করতে পারে না। এমন কি, একজন জ্ঞানী লোকও যদি তা জানে বলে দাবি করে তবুও সে সত্যিই সম্পূর্ণ বুঝতে পারে না।

উপদেশক 8