উপদেশক 3:7-15 পবিত্র বাইবেল (SBCL)

7. ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,চুপ করে থাকবার সময় ও কথা বলবার সময়,

8. ভালবাসবার সময় ও ভাল না বাসবার সময়,যুদ্ধের সময় ও শান্তির সময়।

9. যে কাজ করে সে তার পরিশ্রমের কি ফল পায়?

10. ঈশ্বর মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিয়েছেন তা আমি দেখেছি।

11. তিনি সব কিছুর জন্য উপযুক্ত সময় ঠিক করে রেখেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন, কিন্তু তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেন তা মানুষ বুঝতে পারে না।

12. আমি জানি, মানুষের জীবনকালে আনন্দ ও ভাল কাজ করা ছাড়া তার জন্য আর ভাল কিছু নেই।

13. এটা ঈশ্বরের দান যে, সব মানুষ খাওয়া-দাওয়া করবে ও তার সব কাজে সন্তুষ্ট হবে।

14. আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সংগে যোগ করা যায় না এবং কিছুই তা থেকে বাদ দেওয়াও যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।

15. যা কিছু আছে তা আগে থেকেই ছিল,যা হবে তাও আগে ছিল;যা হয়ে গেছে ঈশ্বর তা আবার ঘটান।

উপদেশক 3