3. মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,ভেংগে ফেলবার সময় ও গড়বার সময়,
4. কাঁদবার সময় ও হাসবার সময়,শোক করবার সময় ও নাচবার সময়,
5. পাথর ছুঁড়বার সময় ও সেগুলো জড়ো করবার সময়,ভালবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
6. খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,রাখবার সময় ও ফেলে দেবার সময়,
7. ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,চুপ করে থাকবার সময় ও কথা বলবার সময়,
8. ভালবাসবার সময় ও ভাল না বাসবার সময়,যুদ্ধের সময় ও শান্তির সময়।
9. যে কাজ করে সে তার পরিশ্রমের কি ফল পায়?