1. সব কিছুর জন্য একটা সময় আছে;আকাশের নীচে প্রত্যেকটি কাজেরইএকটা নির্দিষ্ট সময় আছে-
2. জন্মের সময় ও মরণের সময়,বুনবার সময় ও উপ্ড়ে ফেলবার সময়,
3. মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,ভেংগে ফেলবার সময় ও গড়বার সময়,
4. কাঁদবার সময় ও হাসবার সময়,শোক করবার সময় ও নাচবার সময়,
5. পাথর ছুঁড়বার সময় ও সেগুলো জড়ো করবার সময়,ভালবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
6. খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,রাখবার সময় ও ফেলে দেবার সময়,