19. হাসিখুশীর জন্যই ভোজের ব্যবস্থা করা হয়;আংগুর-রস জীবনে আনন্দ আনে;টাকা-পয়সা সব কিছু যোগায়।
20. রাজাকে মনে মনে অভিশাপ দিয়ো নাকিম্বা নিজের শোবার ঘরে ধনীকে অভিশাপ দিয়ো না,কারণ আকাশের পাখীও তোমার কথা বয়ে নিয়ে যেতে পারে;সে উড়ে গিয়ে তোমার কথাগুলো বলে দিতে পারে।