ইয়োব 9:9-12 পবিত্র বাইবেল (SBCL)

9. তিনি সপ্তর্ষি, কালপুরুষ, কৃত্তিকাআর দক্ষিণ দিকের তারাগুলোর সৃষ্টিকর্তা।

10. তিনি এমন সব মহৎ কাজ করেন যা বোঝা যায় নাআর এমন আশ্চর্য আশ্চর্য কাজ করেন যার সংখ্যা গোণা যায় না।

11. “তিনি আমার সামনে দিয়ে যান, আমি তাঁকে দেখতে পাই না;তিনি কাছ দিয়ে যান, আমি তাঁকে চিনতে পারি না।

12. যদি তিনি কেড়ে নেন কে তাঁকে বাধা দিতে পারে?কে তাঁকে বলতে পারে, ‘তুমি কি করছ?’

ইয়োব 9