ইয়োব 9:4-7 পবিত্র বাইবেল (SBCL)

4. তাঁর জ্ঞান গভীর, তাঁর শক্তি অসীম;কে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা পেয়েছে?

5. তিনি হঠাৎ পাহাড়-পর্বতকে সরিয়ে দেন,ক্রোধে সেগুলোকে ধ্বংস করেন;

6. তিনি পৃথিবীকে তার জায়গা থেকে নাড়া দেন,তার থামগুলোকে কাঁপিয়ে তোলেন।

7. তিনি নিষেধ করলে সূর্য আলো দেয় নাআর তারাগুলো আলো দেওয়া বন্ধ করে।

ইয়োব 9