ইয়োব 8:17-20 পবিত্র বাইবেল (SBCL)

17. জড়ো হওয়া পাথরের চারপাশে তার শিকড়গুলো জড়িয়ে গেছে;পাথরের মধ্যে সে একটা নিরাপদ জায়গা খুঁজে পেয়েছে।

18. কিন্তু তার জায়গা থেকে যখন তাকে তুলে ফেলা হবেতখন সেই জায়গা তাকে অস্বীকার করে বলবে,‘আমি তোমাকে কখনও দেখি নি।’

19. দেখ, এছাড়া তার আর কোন আনন্দ নেই;সেই মাটিতে অন্যান্য চারা গজাবে।

20. “নির্দোষ মানুষকে ঈশ্বর কখনও ত্যাগ করেন নাকিম্বা যারা মন্দ কাজ করে তাদের হাত শক্তিশালী করেন না।

ইয়োব 8