ইয়োব 41:12-17 পবিত্র বাইবেল (SBCL)

12. “লিবিয়াথনের দেহের অংশগুলোর কথা আমি বলব,তার শক্তি ও তার দেহের গঠনের কথা বলব।

13. তার গায়ের চামড়া কে খুলতে পারে?কে তার বর্ম বিঁধতে পারে?

14. তার ভয় জাগানো দাঁতে ঘেরা মুখের দরজাকে খুলতে সাহস করবে?

15. তার পিঠের আঁশগুলো ঢালের সারির মত;সেগুলো শক্তভাবে একসংগে আট্‌কানো

16. আর এমনভাবে কাছাকাছি রয়েছে যে,তার মধ্য দিয়ে বাতাসও যেতে পারে না।

17. সেগুলো একটার সংগে অন্যটা যুক্ত হয়ে আছে;সেগুলো একসংগে লেগে আছে, আলাদা করা যায় না।

ইয়োব 41