ইয়োব 40:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. আমি একবার কথা বলেছি, কিন্তু উত্তর দেবার আমার কিছু নেই;দু’বার বলেছি, কিন্তু আর বলব না।”

6. তখন সদাপ্রভু ঝড়ের মধ্য থেকে ইয়োবকে বললেন,

7. “তুমি বীরের মত কোমর বাঁধ;আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবআর তুমি আমাকে উত্তর দেবে।

8. তুমি আমার ন্যায়বিচারকে কি অগ্রাহ্য করবে?তুমি যে নির্দোষ তা প্রমাণের জন্য কি তুমি আমাকে দোষী করবে?

ইয়োব 40