2. “সর্বশক্তিমানের সংগে যে ঝগড়া করছেসে কি তাঁকে সংশোধন করবে?ঈশ্বরের সংগে যে তর্ক করে সে তাঁকে উত্তর দিক।”
3. তখন ইয়োব উত্তরে সদাপ্রভুকে বললেন,
4. “আমি তো অযোগ্য, আমি কেমন করে তোমাকে উত্তর দেব?আমার মুখে আমি হাত চাপা দিয়েছি।
5. আমি একবার কথা বলেছি, কিন্তু উত্তর দেবার আমার কিছু নেই;দু’বার বলেছি, কিন্তু আর বলব না।”