20. এতে খাবার-দাবারে তার বিরক্তি জাগে,সে সবচেয়ে ভাল খাবারও ঘৃণা করে।
21. তার দেহের মাংস একেবারে ক্ষয় হয়ে যায়;তখন মাংসে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে।
22. তার প্রাণ ধ্বংসস্থানের কাছে উপস্থিত হয়,তার জীবন মৃত্যু-দূতদের কাছাকাছি হয়।
23. “যদি একজন স্বর্গদূত তার পক্ষে থাকেন,হাজার দূতের মধ্যে একজন মধ্যস্থ থাকেনযিনি মানুষকে বলেন কোন্টা তার জন্য ঠিক,