ইয়োব 31:6-8 পবিত্র বাইবেল (SBCL)

6. সঠিক দাঁড়িপাল্লায় ঈশ্বর যেন আমাকে ওজন করেন,তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ।

7. যদি আমি বিপথে পা দিয়ে থাকি,আমার চোখ যদি আমার অন্তরকে পাপ করিয়ে থাকে,কিম্বা আমার হাতে যদি কোন পাপের দাগ লেগে থাকে,

8. তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়,আমার শস্য যেন উপ্‌ড়ে ফেলা হয়।

ইয়োব 31