ইয়োব 31:21-25 পবিত্র বাইবেল (SBCL)

21. বিচার-সভায় আমার ক্ষমতা আছে বলেআমি যদি অনাথদের গায়ে হাত তুলে থাকি,

22. তাহলে কাঁধ থেকে আমার হাত যেন খসে পড়ে,হাড়ের জোড়া থেকে যেন তা ভেংগে পড়ে,

23. কারণ আমি ঈশ্বরের দেওয়া শাস্তির ভয় করি;তাঁর মহিমা এত বেশী যে, তাঁর ভয়ে আমি ঐ সব করতে পারি না।

24. “সোনার উপর যদি আমি নির্ভর করে থাকি,কিম্বা খাঁটি সোনাকে বলে থাকি, ‘তোমার উপরেই আমার নির্ভরতা,’

25. আমার নিজ হাত দিয়ে যে সম্পদ আমি লাভ করেছিসেই মহাধন নিয়ে যদি আমি আনন্দ করে থাকি,

ইয়োব 31