ইয়োব 29:12-16 পবিত্র বাইবেল (SBCL)

12. কারণ সাহায্যের জন্য যে গরীবেরা কাঁদতআর যে অনাথদের সাহায্যকারী কেউ ছিল না,তাদের আমি রক্ষা করতাম।

13. মরে যাŽেছ এমন লোকও আমাকে আশীর্বাদ করত;বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।

14. সততা আমি কাপড়ের মত পরতাম,আর সততা আমাকে তার বশে রাখত;

15. আমি ছিলাম অন্ধদের চোখ আর খোঁড়াদের পা।

16. আমি অভাবীদের বাবার মত ছিলাম,আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।

ইয়োব 29