ইয়োব 28:9-16 পবিত্র বাইবেল (SBCL)

9. সেই কঠিন পাথরে মানুষই হাত দেয়আর পাহাড়ের গোড়ায় গভীরভাবে খোঁড়ে।

10. সে পাহাড়ের মধ্য দিয়ে সুড়ংগ কাটে;সেখানকার সব মল্যবান জিনিষ তার চোখে পড়ে।

11. সে ঝরণার জল পড়া বন্ধ করেআর লুকানো জিনিষগুলো আলোতে আনে।

12. “কিন্তু জ্ঞান কোথায় পাওয়া যায়?আর বুদ্ধিই বা কোথায় থাকে?

13. লোকে তার মল্য জানে না;জীবিতদের দেশে তা পাওয়া যায় না।

14. গভীর জল বলে, ‘তা আমার মধ্যে নেই,’সাগর বলে, ‘তা আমার কাছে নেই।’

15. খাঁটি সোনা দিয়েও তা কেনা যায় না,অনেক রূপা দিয়েও তার দাম দেওয়া যায় না।

16. ওফীরের সোনা দিয়ে তা কেনা যায় না,বৈদুর্যমণি বা নীলকান্তমণি দিয়েও তা কেনা যায় না।

ইয়োব 28