1. “রূপার খনি আছেআর সোনা পরিষ্কার করবার জায়গাও আছে।
2. মাটি থেকে লোহা তোলা হয়,আর ধাতু-পাথর গলিয়ে বের করা হয় তামা।
3. পৃথিবীর গভীরে ঘন কালো অন্ধকারে যা রয়েছেমানুষ অন্ধকার দর করে সেই দামী পাথরের খোঁজ করে।
4. মানুষের বাসস্থান থেকে দরে যেখানে মানুষ যায় নাসেখানে সে গর্ত খোঁড়ে,আর সেই গর্তের মধ্যে সে ঝুলতে ও দুলতে থাকে।
5. যে পৃথিবীর উপরে ফসল জন্মে,মানুষ সেই পৃথিবীর গভীরে আগুন দিয়ে ভেংগে চুরমার করে।
6. পৃথিবীর পাথরের মধ্যে নীলকান্তমণি থাকে,আর মাটির মধ্যে থাকে সোনা।
7. খনির গুপ্ত পথ শকুন জানে না,কোন বাজপাখীর চোখ তা দেখে নি;