ইয়োব 27:5-11 পবিত্র বাইবেল (SBCL)

5. তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না;আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি।

6. আমি যে নির্দোষ সেই দাবি আমি ছাড়ব না, বলতেই থাকব।আমি যতদিন বাঁচব ততদিন আমার বিবেকআমাকে দোষী করবে না।

7. “আমার শত্র€রা দুষ্টদের মত হোক;আমার বিপক্ষেরা অন্যায়কারীর মত হোক।

8. ঈশ্বর যখন তাঁর প্রতি ভক্তিহীনদের শেষ করে দেন,তখন তাদের আর কোন আশাই থাকে না।

9. তাদের উপর কষ্ট আসলে কি ঈশ্বর তাদের কান্না শোনেন?

10. তারা কি সর্বশক্তিমানকে নিয়ে আনন্দ পায়?তারা কি সব সময় ঈশ্বরকে ডাকে?

11. ঈশ্বরের ক্ষমতার বিষয় আমি তোমাদের শিক্ষা দেব;সর্বশক্তিমানের বিষয় আমি গোপন করে রাখব না।

ইয়োব 27