ইয়োব 27:11-16 পবিত্র বাইবেল (SBCL)

11. ঈশ্বরের ক্ষমতার বিষয় আমি তোমাদের শিক্ষা দেব;সর্বশক্তিমানের বিষয় আমি গোপন করে রাখব না।

12. তোমরা তো সবাই এই সব দেখেছ,তাহলে এই অসার কথাবার্তা বলছ কেন?

13. “ঈশ্বর দুষ্টদের ভাগ্যে যা রেখেছেন,সর্বশক্তিমানের কাছ থেকে নিষ্ঠুর লোকেরা যে অধিকার পায় তা এই:

14. তাদের ছেলেমেয়ে অনেক হলেও তাদের জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু;তাদের সন্তানেরা কখনও যথেষ্ট খাবার পাবে না।

15. তাদের পরে যারা বেঁচে থাকবে তাদের মৃত্যু হবে মড়কে;তাদের বিধবারা তাদের জন্য কাঁদবে না।

16. ধুলার মত তারা রূপা জমা করলেওআর কাদার ঢিবির মত কাপড়-চোপড় জমা করলেও

ইয়োব 27