ইয়োব 27:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. ইয়োব তাঁর কথা বলতেই থাকলেন। তিনি বললেন,

2. “যিনি আমার বিচার করতে অস্বীকার করছেনসেই জীবন্ত ঈশ্বরের দিব্য,যিনি আমার প্রাণকে তেতো করে তুলেছেনসেই সর্বশক্তিমানের দিব্য যে,

3. যতদিন আমার মধ্যে জীবন আছে,যতদিন ঈশ্বরের নিঃশ্বাস আমার নাকের মধ্যে আছে,

4. ততদিন আমার মুখ অন্যায় কথা বলবে না,আমার জিভ্‌ ছলনার কথা বলবে না।

5. তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না;আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি।

ইয়োব 27