17. তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত;অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।
18. “তারা জলের উপরকার ফেনার মত;তাদের ভাগের জমি অভিশপ্ত,কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।
19. গরম আর খরা যেমন বরফ-গলা জল গ্রাস করে,মৃতস্থানও তেমনি করে পাপীদের গ্রাস করে।
20. মা তাদের ভুলে যায়,পোকারা তাদের দেহ খেয়ে ফেলে;মন্দ লোকদের কেউ মনে রাখে না,তারা গাছের মত ভেংগে পড়ে।
21. তারা বন্ধ্যা স্ত্রীলোককে গ্রাস করেআর বিধবাদের দয়া করে না।