ইয়োব 22:8-13 পবিত্র বাইবেল (SBCL)

8. কেবল শক্তিশালী লোকদেরই জমাজমি আছে,কেবল সম্মানিত লোকেরাই সেখানে বাস করে;

9. তবুও তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতেআর অনাথদের অধিকার কেড়ে নিতে।

10. সেজন্যই তোমার চারপাশে ফাঁদ পাতা রয়েছে,হঠাৎ বিপদ এসে তোমাকে ভয় দেখাচ্ছে,

11. এত অন্ধকার হয়েছে যে, তুমি দেখতে পাচ্ছ না,আর বন্যার জল তোমাকে ঢেকে ফেলেছে।

12. “স্বর্গের উঁচু জায়গায় কি ঈশ্বর থাকেন না?দেখ, তারাগুলো কত উঁচুতে আছে!

13. তবুও তুমি বলছ, ‘ঈশ্বর কি জানেন?এই অন্ধকারের মধ্যে ঈশ্বর কি করে বিচার করবেন?

ইয়োব 22