27. তুমি তাঁর কাছে প্রার্থনা করলে তিনি তা শুনবেন,আর তুমি তোমার সব মানত পূরণ করবে।
28. তুমি যা মনে স্থির করবে তা তোমার জন্য করা হবে,আর তোমার পথের উপর আলো পড়বে।
29. যখন তোমাকে নত করা হবে তখন তুমি বলবে,‘আমার অহংকারের জন্যই তা হয়েছে’তোমার নম্রতার জন্যই ঈশ্বর তোমাকে উদ্ধার করবেন।
30. এছাড়া তিনি অন্যান্য দোষী লোককেও উদ্ধার করবেন;তোমার হাত শুচি বলে তারা উদ্ধার পাবে।”