11. এত অন্ধকার হয়েছে যে, তুমি দেখতে পাচ্ছ না,আর বন্যার জল তোমাকে ঢেকে ফেলেছে।
12. “স্বর্গের উঁচু জায়গায় কি ঈশ্বর থাকেন না?দেখ, তারাগুলো কত উঁচুতে আছে!
13. তবুও তুমি বলছ, ‘ঈশ্বর কি জানেন?এই অন্ধকারের মধ্যে ঈশ্বর কি করে বিচার করবেন?
14. ঘন মেঘ তাঁকে আড়াল করে রেখেছে,সেইজন্য তিনি দেখতে পান না;আকাশের উপরে তিনি ঘুরে বেড়ান।’
15. অন্যায়কারীরা যে পথে চলেছেতুমি কি সেই পুরানো পথেই চলবে?