ইয়োব 21:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. তখন ইয়োব উত্তরে বললেন,

2. “তোমরা আমার কথা মন দিয়ে শোন;সেটাই হবে আমাকে দেওয়া তোমাদের সান্ত্বনা।

3. আমার কথা বলবার সময় তোমরা আমাকে সহ্য কোরো;বলা শেষ হলে তারপর বিদ্রূপ কোরো।

4. “আমার নালিশ কি মানুষের কাছে?কেন আমি অধৈর্য হব না?

5. আমার দিকে তাকিয়ে তোমরা অবাক হও;তোমাদের মুখে হাত চাপা দাও।

32-33. যখন তাকে কবরে বয়ে নেওয়া হবেতখন সমস লোক তার পিছনে চলবে,আর অসংখ্য লোকের ভিড় তার আগে আগে যাবে।তার কবরটা পাহারা দেওয়া হবে;উপত্যকার মাটিও তাকে কোন কষ্ট দেবে না।

ইয়োব 21