21. গ্রাস করবার মত তার আর কিছুই বাকী থাকবে না;তার সৌভাগ্য স্থায়ী হবে না।
22. তার প্রচুর থাকার সময়েও সে কষ্টে পড়বে;দুঃখ তার পুরো শক্তি নিয়ে তার উপর আসবে।
23. তার পেট ভরবার সময়েঈশ্বর তাঁর জ্বলন্ত ক্রোধ তার উপরে ঢেলে দেবেন,তা ঢেলে দেবেন বৃষ্টির মত করে।
24. যদি সে লোহার অস্ত্রের হাত থেকে পালায়,তবে ব্রোঞ্জের ধনুক থেকে তীর তাকে বিঁধবে।
25. সেই চক্চকে তীরের ফলা তার পিত্ত থেকে বের হবে,সে তার দেহ থেকে তা টেনে বের করবে।নানা রকম ভয় তার উপর আসবে।