ইয়োব 19:9-13 পবিত্র বাইবেল (SBCL)

9. তিনি আমার সম্মান তুলে নিয়েছেন,মাথার উপর থেকে মুকুট সরিয়ে দিয়েছেন।

10. তিনি সব দিক থেকে আমাকে আঘাত করেছেনযে পর্যন্ত না আমি শেষ হয়ে যাই;গাছের মত করে তিনি আমার আশা উপ্‌ড়ে ফেলেছেন।

11. আমার বিরুদ্ধে তাঁর ক্রোধ জ্বলছে;তাঁর শত্রুদের একজন বলে তিনি আমাকে মনে করেন।

12. তাঁর সৈন্যেরা দল বেঁধে এগিয়ে আসছে;আক্রমণের জন্য তারা আমার বিরুদ্ধে দেয়াল পার হবার রাস্তা তৈরী করেছে,আমার তাম্বুর চারপাশে ঘেরাও করেছে।

13. “তিনি আমার কাছ থেকে আমার ভাইদের আলাদা করে দিয়েছেন;আমার চেনা লোকেরা অচেনার মত ব্যবহার করে।

ইয়োব 19