7. “আমার প্রতি অন্যায় করা হয়েছে বলে চিৎকার করলেওআমি কোন উত্তর পাই না;কান্নাকাটি করলেও কোন বিচার পাই না।
8. তিনি আমার পথে বেড়া দিয়েছেন বলে আমি পার হতে পারছি না;আমার সব পথ তিনি অন্ধকারে ঢেকে দিয়েছেন।
9. তিনি আমার সম্মান তুলে নিয়েছেন,মাথার উপর থেকে মুকুট সরিয়ে দিয়েছেন।