1. তখন উত্তরে ইয়োব বললেন,
2. “তোমরা আর কতক্ষণ আমার মনে কষ্ট দেবেআর কথার ঘায়ে আমাকে চুরমার করবে?
3. তোমরা অনেকবার আমাকে অপমান করেছ;লজ্জাহীনভাবে তোমরা আমার সংগে নিষ্ঠুর ব্যবহার করেছ।
4. যদি সত্যিই আমি বিপথে গিয়ে থাকি,তবে তার ফল তো আমার একারই পাওনা।
5. যদি সত্যিই তোমরা আমার উপরে নিজেদের উঁচু করতে চাও,আমার এই নীচু অবস্থা নিয়ে আমার দোষ প্রমাণ করতে চাও,
6. তাহলে জেনো যে, ঈশ্বরই আমার প্রতি অন্যায় করেছেন;নিজের জালে তিনিই আমাকে ঘিরেছেন।