ইয়োব 15:26-29 পবিত্র বাইবেল (SBCL)

26. মোটা ও শক্ত ঢাল নিয়েঘাড় শক্ত করে সে ঈশ্বরের বিরুদ্ধে এগিয়ে যায়।

27. “তার মুখ চর্বিতে মোটা হয়ে গেছেআর কোমর মোটা হয়েছে মাংসে।

28. সে ধ্বংস হয়ে যাওয়া শহরে বাস করে;যে ঘরে কেউ থাকে না,যে ঘর ধ্বংসস্তূপ হবার জন্য তৈরী হয়ে আছে,সেখানে সে বাস করে।

29. সে আর ধনী থাকবে না,তার ধন-সম্পত্তি স্থায়ী হবে না,আর তার হাজার হাজার পশুও থাকবে না।

ইয়োব 15