20. বিশ্বস্ত লোকদের মুখ তিনি বন্ধ করেনআর বুড়ো লোকদের বিবেচনা-শক্তি নষ্ট করেন।
21. তিনি উঁচু পদের লোকদের উপর ঘৃণা ঢেলে দেনআর শক্তিমানদের অস্ত্রহীন করেন।
22. অন্ধকারে লুকানো বিষয়গুলো তিনি প্রকাশ করেনআর ঘন ছায়াকে আলোতে আনেন।
23. তিনি জাতিদের মহান করেন আবার ধ্বংসও করেন,তাদের বাড়িয়ে তোলেন আবার বন্দীদশায়ও নিয়ে যান।
24. পৃথিবীর নেতাদের বিচারবুদ্ধি তিনি দূর করেন,পথহীন নির্জন জায়গায় তাদের ঘুরে বেড়াতে দেন।