8. সেগুলো যে আকাশের চেয়েও উঁচু তা কি তুমি বুঝতে পার?সেগুলো মৃতস্থানের গভীরতার চেয়েও গভীর,তুমি কি তা জানতে পার?
9. মাপলে দেখা যাবে তা পৃথিবীর এক দিক থেকেঅন্য দিকের চেয়েও লম্বাআর সাগরের চেয়েও চওড়া।
10. তিনি এসে যদি তোমাকে জেলে বন্দী করেনআর বিচার-সভা বসান,তবে কে তাঁকে বাধা দিতে পারে?
11. তিনি ভণ্ড লোকদের নিশ্চয়ই চেনেন;মন্দ কিছু দেখলে তিনি কি তা লক্ষ্য করবেন না?