9. মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ;এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?
10. দুধের মত করে তুমি আমাকে ঢেলেছআর ছানার মত করে আমাকে জমাট করেছ।
11. আমাকে চামড়া আর মাংস দিয়ে ঢেকেছ,হাড় আর মাংসপেশী একসংগে করে আমাকে গড়েছ।
12. তুমি আমাকে জীবন দিয়েছ, অটল ভালবাসা দেখিয়েছ;তোমার যত্নে আমার প্রাণ রক্ষা পেয়েছে।
13. কিন্তু এটাই তোমার অন্তরে তুমি লুকিয়ে রেখেছ,আর আমি জানি এটাই তোমার মনে রয়েছে যে,