ইয়োব 10:6-12 পবিত্র বাইবেল (SBCL)

6. তুমি কি সেজন্যই আমার দোষ খুঁজে বেড়াচছআর আমার পাপের তদন্ত করছ?

7. তুমি তো জান আমি দোষী নইআর তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।

8. “তোমারই হাত আমাকে গড়েছে, তৈরী করেছে;এখন তুমি কি ফিরে আমাকে ধ্বংস করবে?

9. মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ;এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?

10. দুধের মত করে তুমি আমাকে ঢেলেছআর ছানার মত করে আমাকে জমাট করেছ।

11. আমাকে চামড়া আর মাংস দিয়ে ঢেকেছ,হাড় আর মাংসপেশী একসংগে করে আমাকে গড়েছ।

12. তুমি আমাকে জীবন দিয়েছ, অটল ভালবাসা দেখিয়েছ;তোমার যত্নে আমার প্রাণ রক্ষা পেয়েছে।

ইয়োব 10