ইষ্রা 2:19-21-29-31 পবিত্র বাইবেল (SBCL)

2. এই লোকেরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিসপর, বিগ্‌বয়, রহূম ও বানার সংগে ফিরে এসেছিল।যে সমস্ত ইস্রায়েলীয় পুরুষ লোকেরা ফিরে এসেছিল তাদের সংখ্যা এই:

19-21. হশুমের দু’শো তেইশ জন; গিব্বরের পঁচানব্বইজন; বৈৎলেহম গ্রামের লোক একশো তেইশ জন;

22. নটোফার লোক ছাপান্নজন;

23. অনাথোতের লোক একশো আটাশ জন;

24. অস্‌মাবতের লোক বিয়াল্লিশজন;

25. কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের লোক সাতশো তেতাল্লিশ জন;

26. রামা ও গেবার লোক ছ’শো একুশ জন;

27. মিক্‌মসের লোক একশো বাইশ জন;

28. বৈথেল এবং অয়ের লোক দ’ুশো তেইশ জন;

29-31. নবোর লোক বাহান্নজন; মগ্‌বীশের লোক একশো ছাপান্ন জন; অন্য এলমের লোক এক হাজার দু’শো চুয়ান্ন জন;

ইষ্রা 2