19. এরা সবাই নিজের নিজের স্ত্রী ত্যাগ করবে বলে প্রতিজ্ঞা করল এবং তাদের দোষের জন্য তারা প্রত্যেকে পাল থেকে একটা করে ভেড়া নিয়ে দোষ উৎসর্গের অনুষ্ঠান করল।
20. ইম্মেরের বংশধরদের মধ্যে হনানি ও সবদিয়।
21. হারীমের বংশধরদের মধ্যে মাসেয়, এলিয়, শময়িয়, যিহীয়েল ও উষিয়।
22. পশহূরের বংশধরদের মধ্যে ইলীয়ৈনয়, মাসেয়, ইশ্মায়েল, নথনেল, যোষাবদ ও ইলিয়াসা।
23. লেবীয়দের মধ্যে যোষাবদ, শিমিয়ি, কলায়, অর্থাৎ কলীট, পথাহিয়, যিহূদা ও ইলিয়েষর।
24. গায়কদের মধ্যে ইলীয়াশীব।রক্ষীদের মধ্যে শল্লুম, টেলম ও ঊরি।
25. অন্যান্য ইস্রায়েলীয়দের মধ্যে-পরিয়োশের বংশধরদের মধ্যে রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়।
26. এলমের বংশধরদের মধ্যে মত্তনিয়, সখরিয়, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ ও এলিয়।
27. সত্তূর বংশধরদের মধ্যে ইলিয়ৈনয়, ইলিয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।
28. বেবয়ের বংশধরদের মধ্যে যিহোহানন, হনানিয়, সব্বয় ও অৎলয়।
29. বানির বংশধরদের মধ্যে মশুল্লম, মল্লূক, অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।
30. পহৎ-মোয়াবের বংশধরদের মধ্যে অদ্ন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিন্নূয়ী ও মনঃশি।