12. তার চোখের রং আংগুর-রসের রংয়ের চেয়েও গাঢ় হবে,আর তার দাঁত দুধের চেয়েও সাদা হবে।
13. “সবূলূন সাগরের ধারে বাস করবে;সে জাহাজ ভিড়বার বন্দর হবে;তার দেশের সীমানা সীদোনের দিকে চলে যাবে।
14. “ইষাখর যেন একটা শক্তিশালী গাধা।তার শোবার জায়গা হবে ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে।
15. সে দেখবে তার বিশ্রামের দেশটা সুন্দর ও আরামের,তাই বোঝা বইবার জন্য সে কাঁধ নীচু করবেআর দাসের মত কঠিন পরিশ্রমকেও মেনে নেবে।
16. “দান ইস্রায়েলের একটা গোষ্ঠী হিসাবেতার লোকদের বিচার করবে।