24. কয়িনকে খুন করবার প্রতিশোধ যদি সাতগুণ হয়,তবে লেমককে খুন করবার প্রতিশোধ হবে সাতাত্তর গুণ।”
25. পরে আদম আবার তাঁর স্ত্রীর কাছে গেলেন এবং তাঁর স্ত্রীর একটি ছেলে হল। তাঁর স্ত্রী তার নাম রাখলেন শেথ। হবা বললেন, “কয়িন হেবলকে খুন করেছে বলে ঈশ্বর হেবলের জায়গায় আমাকে আর একটি সন্তান দিলেন।”
26. পরে শেথের একটি ছেলে হল। তিনি তার নাম রাখলেন ইনোশ। সেই সময় থেকে লোকেরা সদাপ্রভুকে তাঁর যোগ্য সম্মান দিতে শুরু করল।