33. ইস্হাক সেই কূয়াটার নাম দিলেন শিবিয়া (যার মানে “শপথ”)। সেইজন্য আজও সেই শহরটার নাম বের্-শেবা রয়ে গেছে।
34. এষৌ চল্লিশ বছর বয়সে হিত্তীয় বেরির মেয়ে যিহূদীৎ এবং হিত্তীয় এলোনের মেয়ে বাসমত্কে বিয়ে করলেন।
35. এই দু’জন স্ত্রীলোক ইস্হাক ও রিবিকার জীবন বিষিয়ে তুলেছিল।