1 থিষলনীকীয় 5:25-28 পবিত্র বাইবেল (SBCL)

25. ভাইয়েরা, আমাদের জন্য প্রার্থনা কোরো।

26. ভালবাসার মনোভাব নিয়ে সকলকে শুভেচ্ছা জানায়ো।

27. আমি প্রভুর নামে তোমাদের এই আদেশ দিচ্ছি যে, এই চিঠি যেন সব ভাইদের কাছে পড়ে শুনানো হয়।

28. আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দয়া তোমাদের সংগে থাকুক।

1 থিষলনীকীয় 5