1 থিষলনীকীয় 5:15-19 পবিত্র বাইবেল (SBCL)

15. দেখো, অন্যায়ের বদলে কেউ যেন অন্যায় না করে। তোমরা সব সময় একে অন্যের, এমন কি, অন্য সকলের মংগল করবার চেষ্টা কোরো।

16. সব সময় আনন্দিত থেকো,

17. সব সময় প্রার্থনা কোরো,

18. আর সব অবস্থার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ো; কারণ খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে তোমাদের জন্য তা-ই ঈশ্বরের ইচ্ছা।

19. পবিত্র আত্মাকে নিভিয়ে ফেলো না।

1 থিষলনীকীয় 5