1 থিষলনীকীয় 4:17-18 পবিত্র বাইবেল (SBCL)

17. তার পরে আমরা যারা জীবিত ও বাকী থাকব, আমাদেরও আকাশে প্রভুর সংগে মিলিত হবার জন্য তাদের সংগে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সংগে থাকব।

18. সেইজন্য তোমরা এই সব কথা বলে একে অন্যকে সান্ত্বনা দাও।

1 থিষলনীকীয় 4