32. কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্ কে আছে?আমাদের আল্লাহ্ ছাড়া আর শৈল কে আছে?
33. আল্লাহ্ আমার দৃঢ় দুর্গ;তিনি সিদ্ধকে তাঁর পথে চালান;
34. তিনি তার চরণ হরিণীর চরণের মত করেন;আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।
35. তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন,তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয়।
36. তুমি আমাকে তোমার উদ্ধারকারী ঢাল দিয়েছ,তোমার কোমলতা আমাকে মহান করেছে।