18. আল্লাহ্র লোক বাদশাহ্কে বলেছিলেন, আগামীকাল এই বেলায় সামেরিয়ার দ্বারে শেকলে দুই পসুরী যব এবং শেকলে এক পসুরী সুজি বিক্রি হবে;
19. আর ঐ সেনানী আল্লাহ্র লোককে বলেছিলেন, দেখুন, যদি মাবুদ আসমানে জানালাও তৈরি করেন, তবুও কি এমন থেকে পারবে? জবাবে তিনি বলেছিলেন, দেখ, তুমি স্বচক্ষে তা দেখবে, কিন্তু তার কিছুই খেতে পাবে না।
20. তার সেই দশা ঘটলো, কারণ লোকেরা দ্বারে তাকে পদতলে দলিত করাতে তার মৃত্যু হল।